২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়া শিশু একাডেমির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ ঃ কুলাউড়া উপজেলা শিশু একাডেমীর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল চিত্রাংকন, নান্দনিক হস্তাক্ষর লিখা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, প্রভাত ফেরী, আলোচনা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টান।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও পিআইও মোঃ শিমুল আলীর পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাবেক সভাপতি মোঃ আব্দুল মতিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, অভিভাবক মাছুমা আক্তার চৌধুরী রেহানা, শিশু বক্তা আহনাফ হক আফিফ প্রমুখ। অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাসার, ্কাডেমী সুপারভাইজার সফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আমিনুর রহমান প্রমুখ। পরে কুলাউড়া শিশু একাডেমী আয়োজিত চিত্রাংকন,রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। প্রতিযোগিতায় ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

819 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন