২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় পুষ্টি উন্নয়নে পুষ্টিহীন মা-শিশুর তালিকা নির্ধারনের সিদ্ধান্ত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও কুলাউড়া সুচনা কর্মসুচীর সহযোগিতায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সুচনার পুষ্টি কর্মকর্তা সাহাদত হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক। সভায় উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সহযোগিতায় পুষ্টি কার্যক্রমকে জোড়দারকরন নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোহাম্মদ মেহেদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, উপজেলা পঃপঃ কর্মকর্তা মধুসুদন পাল চৌধুরী, মা ও শিশু কর্মকর্তা ডাঃ সুলতান আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মহসিন, পিআইও মোঃ শিমুল আলী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক মইনুল হক পবন, শিক্ষক প্রতিনিধি রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ষ্টোর কিপার মোঃ জাহাঙ্গীর হোসেন, এনজিও প্রতিনিধি পিএইচডি’র আরিফ আহমদ, সুর্যের হাসি প্রতিনিধি মাহমুদা বেগম প্রমুখ। সভায় পুষ্টির উন্নয়ন তথা শিশুর খর্বাকৃতি দূরীকরণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি মডেল হিসাবে ভুকশিমইল ইউনিয়নকে নির্ধারন করে উক্ত ইউনিয়নের পুষ্টিহীন মা-শিশুদের তালিকা তৈরী, আগামী সভায় স্ব-স্ব দপ্তরের পুষ্টি বিষয়ক অগ্রগতি উপস্থাপন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক সচেতনতামুলক সভা ও ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলার সকল দপ্তর ও ইউনিয়নের পুষ্টি পরিকল্পনা তৈরীর সিদ্ধান্ত নেয়া হয়।

566 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন