২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় অতিরিক্ত মুল্যে ঔষধ বিক্রির অভিযোগে ফাতেমা ফার্মেসীকে ১৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার এক অভিযান চালিয়ে অতিরিক্ত মুল্যে ঔষধ বিক্রির অভিযোগে কুলাউড়া উপজেলা শহরের ফাতেমা ফার্মেসীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায় কুলাউড়ায় বসবাসরত সোহেল আহমদ লিপু নামে একজন সেবা প্রার্থী কুলাউড়া উপজেলা শহরের হাসপাতাল রোডের ফাতেমা ফার্মেসীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে ৭০ টাকা মুল্যের ব্লাড ব্যাগ ২৫০ টাকায় ক্রয়ের লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বুধবার সহকারী পরিচালক মোঃ আল-আমিন ফাতেমা ফার্মেসীতে অভিযোগের তদন্তকালে ব্লাডের ব্যাগের গায়ে নির্ধারিত মূল্য ৭০ টাকা লেখা থাকলেও অভিযোগকারীর কাছ থেকে ২৫০ টাকা রাখার সত্যতা ফার্মেসী স্বীকার করেন। পরে উক্ত ফার্মেসীকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার আইনে ১৬ হাজার টাকা জরিমানার আদেশ দিলে ফার্মেসী কর্তৃপক্ষ তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। পরে আইন অনুযায়ী সেবা প্রার্থী অভিযোগকারী সোহেল আহমদ লিপুকে জরিমানার ২৫% হিসাবে ৪ হাজার টাকা প্রদান করা হয়।
অভিযানে কুলাউড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টার জসিম উদ্দিন আহমেদ,কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

1108 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন