২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় মইনুদ্দিন খান বাদল-রওশন আরা বাচ্চু- প্রেমাংকুর রায় স্মরণে সমাবেশ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা জাসদ এর আয়োজনে জাসদ কেন্দ্রীয় সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মরহুম মঈন উদ্দিন খান বাদল এমপি,ভাষা সৈনিক মরহুমা রওশন আরা বাচ্চু ও কুলাউড়া উপজেলা জাসদের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাঃ প্রেমাংকু রায় স্বরনে মঙ্গলবার বিকেলে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুলের পরিচালনায় উক্ত স্বরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি কেন্দ্রীয় সদস্য আব্দুল মছব্বির, সিপিবি নেতা কমরেড খন্দকার লুৎফুর রহমান, জাসদ মৌলভীবাজার জেলা সভাপতি আসম সালেহ সুহেল,নারী নেত্রী কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা,কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান,কমলগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সামছুর রাজা চৌধুরী, জাতীয় যুব জোট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ,জাসদ নেতা জ্ঞান শংকর গৌড়,কুলাউড়া পৌরসভার সচিব ডাঃ প্রেমাংকুর রায়ের শ্যালক শরদিন্দু রায়।

এছাড়া উপস্থিত ছিলেন প্রবীন জাসদ নেতা সফিক মিয়া,কমলগঞ্জ উপজেলা সভাপতি মনিরুজ্জামান,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল হান্নান, কাদিপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আজাদ মিয়া মেম্বার,জয়চন্ডী ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস ছালাম,সাধারণ সম্পাদক মাছুম আহমদ,কুলাউড়া ইউনিয়ন জাসদের সভাপতি সোহাগ মিয়া,কর্মধা ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক চেরাগ আলী, পৃথিমপাশা ইউনিয়ন জাসদের কামরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কুলাউড়া শাখার সহ সভাপতি বদরুল ইসলাম হেলাল প্রমুখ। সভার শুরুতে নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা মইনুদ্দিন খান বাদল,রওশন আরা বাচ্চু এবং ডাঃ প্রেমাংকুর রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রেখে যাওয়া আদর্শ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষনমুক্ত বাংলাদেশ ও লুটপাট,দুর্নীতি,যৌন নির্যাতন,নারী নির্যাতন,শিশু নির্যাতনমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার দাবী জানান।

776 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন