২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় সামাজিক নিরাপত্তা কর্মসুচীর সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসুচীর সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়। ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে কুলাউড়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম নিয়ে মুল প্রবন্ধ পাঠ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়া। তিনি মুল প্রবন্ধে বিভিন্ন কার্যক্রমের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসুচীর আওতায় মাসিক ৫শত টাকা হারে ১১হাজার ৮৭৬জনকে বয়স্ক ভাতা এবং ৩হাজার ৬৮৬জনকে বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা,মাসিক ৭শত ৫০টাকা হারে ৩হাজার ৪৯০জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রান্তিক জনগোষ্টীর জীবনমান উন্নয়ন কর্মসুচীর আওতায় ১৭৪জন চা-শ্রমিকদের মধ্যে ৮লাখ ৭০হাজার টাকার নগদ আর্থিক অনুদান,নৃ-ত্বাত্তিক জনগোষ্টীর ৪৪ জনকে ২লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা,বেদে ও অনগ্রসর জনগোষ্টীর ৭১ জনকে ৪ লাখ ২৬হাজার টাকা বিশেষ ভাতা এবং প্রাথমিক স্তরের ১৮ জনকে ১ লাখ ৫১ হাজার ২শত টাকা,মাধ্যমিক স্তরের ৫জনকে ৪৮হাজার টাকা,উচ্চ মাধ্যমিক স্তরের ২জনকে ৪৮ হাজার টাকা ও উচ্চতর ১জনকে ১৪ হাজার ৪শত টাকা শিক্ষা উপবৃত্তি,হিজড়া জনগোষ্টির ৫জনকে ৩০হাজার টাকা বয়স্ক ও বিশেষ ভাতা এবং ২জনকে ১৪ হাজার ৪শত টাকা শিক্ষা ভাতা এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসুচীর আওতায় ৩৩০জন মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্তরের ৯৩জনকে ৮লাখ ৩৭হাজার টাকা,মাধ্যমিক স্তরের ৬৪ জনকে ৬লাখ ১৪হাজার টাকা,উচ্চ মাধ্যমিক স্তরের ৪জনকে ৪৩হাজার ২শত টাকা ও উচ্চতর ৩জনকে ৬হাজার ৮শত টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া চা-শ্রমিক ২৯৮৯জনকে ১ কোটি ৪৯লাখ ৪৫হাজার টাকা অনুদান বিতরন চলমান রয়েছে বলে উল্লেখ করেন। আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে,ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক,মমদুদ হোসেন,আব্দুল মালিক,নবাব আলী বাকর খান ও হাবিবুর রহমান সালাম,অগ্রনী ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক,উপকারভোগী লায়লা আক্তার শাম্মী।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী সমাজসেবার আওতাভুক্ত উপকারভোগীরা যাতে কোন ধরনের প্রতারনার শিকার না হয়, সেদিকে ইউনিয়ন জনপ্রতিনিধিদের সতর্কতা অবলম্বন করার ও শেখ হানিার দর্শন,সব মানুষের উন্নয়ন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। সেমিনারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

786 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন