২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় মহিলা সমিতির সদস্যদের মধ্যে ৩২ লক্ষাধিক টাকার ঋণ বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগ কর্মসুচীর অধীনে সোমবার মহিলা সমিতির শতাধিক সদস্যদের মধ্যে গরু মোটাতাজাকরন খাতে ৩২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে ঋণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান মহিলাদের ঋৃণের সঠিক ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়া,উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন,উপজেলা কৃষকলীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জোসনা বেগম।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আকিলপুর মহিলা সমবায় সমিতির সদস্য ১৭ জনকে ৩ লাখ ১০হাজার টাকা,লামাপাড়া মহিলা সমবায় সমিতির ১৮ জনকে ৬ লাখ টাকা,উত্তরভাগ মহিলা সমবায় সমিতির ১১ জনকে ৩ লাখ ২০হাজার টাকা,গাজীপুর মহিলা সমবায় সমিতির ১২ জনকে ৪ লাখ ১০হাজার টাকা,দক্ষিনভাগ মহিলা সমবায় সমিতির ১৯ জনকে ৭ লাখ ১৫হাজার টাকা,কলিমাবাদ মহিলা সমবায় সমিতির ১৫ জনকে ৪ লাখ ৫০হাজার টাকা ও ভবানীপুর মহিলা সমবায় সমিতির ১৫ জনকে ৪ লাখ ৫৫হাজার টাকাসহ ৭ সমিতির মোট ১০৭ জন মহিলা সদস্যাদের মধ্যে ৩২ লাখ ৬০হাজার টাকার ঋণ বিতরণ করেন।

559 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন