২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মৌলভীবাজারে আন্তর্জাতিক কিরাত সম্মেলন সম্পন্নঃ মিশর ও ইরাকের কারীদের তেলাওয়াতে মুগ্ধ হাজার হাজার দর্শক শ্রোতা

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজারে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন সম্পন্ন হয়েছে। গত (১ জানুয়ারি) মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। কিরাত সম্মেলনে ইরাক, মিশর, বাংলাদেশ ও ভারতের কারীরা কুরআন তেলাওয়াত করেন। দেশ-বিদেশি কারীদের তেলাওয়াত শুনতে হাজার হাজার মুসলিম জনতা মাহফিলে সমবেত হন। দেশ ও বিদেশের কারীদের মোহনীয় সুরে কুরআন তেলাওয়াতে মুগ্ধ হাজার হাজার দর্শক ও শ্রোতা।

মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল আলীমের পরিচালনায় কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

জোহরের নামাজের পর খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। পরে সম্মেলনের ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, মাওলানা ইসহাক আহমদ।

বাদ এশা প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কর্মীদেরকে মানুষের মুক্তির জন্য কাজ করতে হবে। উচ্চাবিলাস পরিহার করতে হবে। মানুষের গোলামী নয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। শ্লোগান সর্বস্ব না হয়ে মানুষের কাছে ইসলামের বেসিক নলেজ পৌঁছে দিতে হবে। প্রতিটি ঘরে ঘরে সুন্নীয়তের দাওয়াত নিয়ে যেতে হবে।

সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন মিশরের কারী শাইখ মুহাম্মদ আদিল আল বায, ইরাকের কারী শাইখ হুসাইন আল বারজানযী, বাংলাদেশের প্রখ্যাত কারী শাইখ আহমদ বিন ইউসূফ আল আজহারী, সিলেটের মাওলানা কারী জ.উ.ম আব্দুল মুনাইম, ভারতের কারী মানজুর আহমদ, কারী একে মানজুর, কারী তোফায়েল আহমদ। এছাড়া তেলাওয়াত করেন বাংলাদেশের কারী সাইফুল ইসলাম, হাফিয কারী মুজাম্মিল আহমদ প্রমুখ।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আল ইসলাহর সহসভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আকিল আহমদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহর উপদেষ্টা আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ মো. একলাছুর রহমান, সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সহসভাপতি সৈয়দ মোজাম্মিল আলী শরীফ, ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রাজা, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মিন্টু প্রমুখ।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, সহসভাপতি মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মকবুল হোসেন খান, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফিয আলাউর রহমান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রুহুল আমিন, মো. কামাল উদ্দিন, মাওলানা বাশির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ফজলুল হক খান, শিক্ষা ও সাংস্কৃতিককা সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, সহপ্রচার সম্পাদক মাওলানা এম ফয়জুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি নিলুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান,আহবায়ক এম এ জলিল, সদস্য সচিব হাফিয জিল্লুর রহমান, সদস্য মো. কাওছার আহমদ, শাহ সামায়ুন কবীর, মোস্তাকুর রহমান সাদিক প্রমুখ।

এছাড়া আনজুমানে আল ইসলাহর জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, তালামীযে ইসলামিয়ার দায়িত্বশীল, লতিফিয়া কারী সোসাইটি, লতিফিয়া হিফজুল কুরআন বোর্ডের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কিরাত সম্মেলন চলাকালে অনুষ্ঠানস্থলে জরুরী স্বাস্থ্যসেবার জন্য ছিল ইউনিক হাসপাতালের সৌজন্যে মেডিক্যাল টিম। পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করে মৌলভীবাজার ক্যাবল নেটওয়ার্ক এমসিএস।

615 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন