২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়া বালিকা স্কুলের সর্বোচ্চ জিপিএ ৫, কুলাউড়ায় জেএসসি পরীক্ষায় ৭ স্কুলের শতভাগ সাফল্য

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলার জেএসসি পরীক্ষার ফলাফলে মোট ৪৩ টি স্কুলের অংশগ্রহনকারী মোট ৬২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৫৪ জন উত্তীর্ন হয়েছে। এরমধ্যে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে সর্বোচ্চ ২৪ টি জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া উপজেলার মধ্যে ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ,হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ইউছুফ তৈয়বুন বালিকা বিদ্যালয়,মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল,বিএইচ প্রাথমিক বিদ্যালয় ও প্রিন্সিপাল খলিল উল্লাহ একাডেমী সহ ৭টি শিক্ষা প্রতিষ্টান শতভাগ ফলাফল করে কৃতিত্ব অর্জন করেছে। উপজেলায় ৪৩টি স্কুলের মধ্যে ২৯টি স্কুলের ১৫৭ জন জিপিএ ৫ পেয়েছে। উপজেলায় মোট পাশের হার ৯৩.০২%।
চলতি সনের জেএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী স্কুলওয়ারী ফলাফলে উত্তীর্নদের মধ্যে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ২৪জনসহ মোট ২৩৭, কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ১৮জনসহ মোট ২৪০, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ৫জনসহ ২১০জন, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল জিপিএ ৫ ১২জনসহ ১৫জন, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ জিপিএ ৫ ২জনসহ ১৩৪, ভূকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ জিপিএ ৫ ২জনসহ ১৭১,মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ৬জনসহ ১৪৩,দিলদারপুর উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ২জনসহ ১৯৮জন,ভাটেরা স্কুল এন্ড কলেজ জিপিএ ৫ ৫জনসহ ২৫৬ জন, লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয় ৮৬জন, শাহসুন্দর উচ্চ বিদ্যালয় ১৪৩, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ২জনসহ ৯৭, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ জিপিএ ৫ ৫জনসহ ২৯৩, অগ্রণী উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ২জনসহ ১৬৮, শাহজালাল উচ্চ বিদ্যালয় ৫৮, রাবেয়া আদর্শ সরকারি প্রা: বিদ্যালয় জিপিএ ৫ ২জনসহ ১০১জন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ জিপিএ ৫ ৬জনসহ ৩০৫, রাউৎগাও উচ্চবিদ্যালয় জিপিএ ৫ ৫জনসহ ১৫৪, কর্মধা উচ্চবিদ্যালয় জিপিএ ৫ ৬জনসহ ২১৭, কানিহাটি উচ্চবিদ্যালয় জিপিএ ৫ ৪জনসহ ২৪৩,নয়াবাজার কেসি উচ্চবিদ্যালয় এন্ড কলেজ জিপিএ ৫ ১জনসহ ১৮৪, টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ৭জনসহ ২৬০, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় ৫৬, লংলা উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ৪জনসহ ৭৬, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ৫৫জন,জালালাবাদ উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ৩জনসহ ২৫৭, শ্রীপুর উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ১১জনসহ ১৩৪, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ৪জনসহ ২০৬, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ২জনসহ ১০৪, ইউছুব-তৈয়বুন বালিকা বিদ্যালয় জিপিএ ৫ ৭জনসহ ৬১জন,হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৫২, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ৬৯, রাজনগর উচ্চ বিদ্যালয় ১২৯,সিংগুর উচ্চ বিদ্যালয় ১২০, নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ৬৯, পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ৩০, সুলতানপুর উচ্চ বিদ্যালয় ৭৪, মনোহরপুর জুনিয়র বিদ্যালয় ৩০, পাল্লাকান্দি লংলা নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ৮৯, সাধনপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ২৯,বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় জিপিএ ৫ ৩জনসহ ১৯জন,প্রিন্সিপাল খলিল উল্লাহ একাডেমী জিপিএ ৫ ১জনসহ ১২,আহমদ সোহান সোনালী নি¤œ-মাধ্যমিক বিদ্যালয় জিপিএ ৫ ১জনসহ ৪৫,তেলিবিল উচ্চ বিদ্যালয় জিপিএ ৫ ৫জনসহ ১২৫ জন।

1473 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন