২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্বর্ধনা

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ট ৫ “জয়িতাদের সম্বর্ধনা” প্রদান করা হয়। কুলাউড়া উপজেলা নিবাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য সহকারী সুমাইয়া আক্তার,জয়িতা সুমাইয়া আক্তার,হুমায়রা আক্তার,সারমিন আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন,কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার,৫ জয়িতার মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কুলাউড়া পৌরসভার চাদপুরের সুমাইয়া রহমান,শিক্ষা ও চাকুরীক্ষেত্রে উত্তর কুলাউড়ার গীতা মল্লিক,সমাজ উন্নয়নে কবিরাজীর আনোয়ারা বেগম,সফল জননী চুনঘরের জহুরা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নুতন উদ্যমে জীবন শুরু করা পরিনগরের আয়েশা বেগম প্রমুখ।
সভায় অতিথিরা বলেন,বেগম রোকেয়া নারী জাতির অগ্রপ্রতিক। পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিতে নারীদের ঘরে বন্দি রেখে বাংলাদেশের অগ্রগতি করা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলকে সম্পুরক হিসেবে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রক্ষা করতে আমাদের সকলকে ঘরে বাইরে আরো সচেতন হতে হবে। বেগম রোকেয়ার আর্দশে আমাদের নারী সমাজ এগিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নারীর ক্ষমতায়ন আরো বৃদ্ধি পাবে। সভাশেষে সম্বর্ধিত উপজেলার শ্রেষ্ট জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট,সনদপত্র ও নগদ অনুদান প্রদান করা হয়।

780 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন