২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের নতুন কমিটির আত্মপ্রকাশ ও বনভোজন

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :: ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়ায় গাজীপুর চা বাগানে নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের বার্ষিক বনভোজন ও নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের সিনিয়র সভাপতি সাঈদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় রাত ৮টায় চা বাগানের ১২নং সেকশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।

নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের সভাপতি শিবু দাস রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, ,দন্ত চিকিৎসক রেজাউল হক, স্যানিটারি কর্মকর্তা জসিম উদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সুহেল, পল্লী চিকিৎসক গোপীনাথ ঘোষ, ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশনের মহসীন রেজা, গণমাধ্যমকর্মী আশরাফুল ইসলাম জুয়েল আহমেদ, বাংলাবাজার রক্তদান সংস্থার সভাপতি অংকুশ দেবনাথ, টিলাগাও রক্তদান সংস্থার সভাপতি রাসেল আহমদ, সমাজসেবক সাইফুল ইসলাম কাদির।

অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্য সৈয়দ আহমদ নাহিয়ান ও ছোট্ট সোনা দিয়ান পালের কেক কেটে জন্মদিন পালন করা হয়।

793 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন