প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ও পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা,খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে কুলাউড়া উপজেলার মুরইছড়া বাজারের জননী ফার্মেসীকে ২ হাজার টাকা,বিসমিল্লাহ ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, হায়দরগঞ্জ বাজারের মা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানে কুলাউড়া স্বাস্থ্য বিভাগের সেনিটারী ইন্সপেক্টার মোঃ জসিম উদ্দিনসহ কুলাউড়া থানা পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।