২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দোগ বাস্তবায়নে প্রটোকল অফিসার রাজুর মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু বলেছেন প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্দোগ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময়ে আবু জাফর রাজু কুলাউড়ার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করার জন্য সুধীজনদের পরামর্শ দিয়ে তার সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
সভায় বক্তারা শিক্ষিত মেয়েদের কর্মসংস্থানের জন্য কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র স্থাপন,শহরের যানজট নিরসনের পদক্ষেপ গ্রহন,কর্মধার কালো পাহাড়কে পর্যটনের আওতায় ও হাকালুকি হাওরকে হাওর উন্নয়ন প্রকল্পে অর্ন্তভুক্তকরনসহ হাকালুকি হাওরে পর্যটন কেন্দ্র স্থাপনের ও বিভিন্ন রাস্তাঘাট পাকাকরনের দাবী জানান। সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি মোঃ আব্দুল মতিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু,সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম,ওসি ইয়ারদৌস হাসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন,অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য,আওয়ামীলীগ নেতা শফিউল আলম শফি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম,পুজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু,ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন,আব্দুল বাছিত বাচ্চু,এমএ রহমান আতিক ও সৈয়দ একেএম নজরুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান,ডাঃ জাকির হোসেন,মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক ও শিরিন আক্তার চৌধুরী মুন্নি,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,মুক্তিযোদ্ধা ছানোয়ার আলী ছুনু,নবাব আলী ওয়াজেদ খান,এড.এটিএম মান্নান,গিয়াস উদ্দিন আহমদ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

1920 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন