২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়া আ’লীগের কাউন্সিলে সভানেত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছি –তোফায়েল

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ১০ নভেম্বরের কাউন্সিলে সদ্য ঘোষিত কমিটির সদস্য ও বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল বলেছেন সদ্য অনুষ্টিত কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদ প্রার্থী হলেও দলীয় সভানেত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। তিনি বলেন,উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে প্রধান অতিথি দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আমাকে দলীয় সভানেত্রীর একটি মেসেজ দেখিয়ে বলেন,তুমি তোমার প্রার্থীতা প্রত্যাহারের জন্য নেত্রী নির্দেশ দিয়েছেন। আমার প্রতি উপস্থিত কাউন্সিলরদের ব্যাপক সমর্থন থাকা সত্বেও আমি তাৎক্ষনিকভাবে দলীয় সভানেত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। তবে অপর কোন প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করিনি। তিনি বলেন আমার বাবা মরহুম আব্দুর রহিম মৌলভীবাজার জেলা মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করে আজীবন আওয়ামীলীগের রাজনীতি ও বঙ্গবন্ধুর নির্দেশ মেনে গেছেন। তাই আমার বাবার সুযোগ্য উত্তরসূরি হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। সম্মেলনের পরদিন সোমবার বিকেলে শহরস্থ এক হোটেলে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক চা-চক্রে তিনি তার প্রার্থীতা প্রত্যাহারের ব্যাখ্যা দিতে গিয়ে এসব কথা বলেন।
আব্দুল মোক্তাদির তোফায়েল তাকে উপজেলা কমিটির সদস্য পদে ঘোষনা দেয়ায় জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একজন কর্মী হয়ে সারাজীবন রাজনীতি করেছি, আজীবন কর্মী হয়ে তার পাশে থাকবো।

715 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন