২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে ইউপি চেয়ারম্যান মমদুদের মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা প্রভাষক মমদুদ হোসেন শনিবার দপুরে শহরস্থ এক অভিজাত রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে ১০ নভেম্বরের আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে তার বিরুদ্ধে একটি কুচক্রিমহল অপপ্রচার চালিয়ে তার ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ২৩ এপ্রিল নৌকা প্রতিক নিয়ে তিনি নির্বাচন করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া কুলাউড়া ডিগ্রি কলেজে লেখাপড়ার সময় থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। কুলাউড়া কলেজে ১৯৮৭ সালে ছাত্রলীগের তোফায়েল-মতিন পরিষদের পক্ষে কাজ করেছেন। ২০০৪ সালে ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ২০১৭ সালে ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামীলীগের সম্মেলকে কেন্দ্র করে রাজনৈতিক ও জনপ্রতিনিধির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রিমহল তাকে আওয়ামীলীগে অনুপ্রেবেশকারী বলে প্রচারণা চালাচ্ছে। এমনকি ইতিমধ্যে দু’একটি গনমাধ্যমে ভুয়া সংবাদ প্রকাশ করেছে। তিনি তার বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে ইউছুফ গনি কলেজের বহিষ্কৃত এক প্রভাষককে এই চক্রান্তে লিপ্ত বলে দায়ী করেন। চেয়ারম্যান মমদুদ তার বিরুদ্ধে সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান। মতবিনিময়ে তার সাথে ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুহিত খান, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মধু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলী।

869 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন