আপডেট: নভেম্বর ৫, ২০১৯
অনি চৌধুরীঃ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার) এর নির্দেশনায় মঙ্গলবার কুলাউড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে সচেতনামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। কুলাউড়া শহরে লিফলেট বিতরণের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর।
লিফলেট বিতরণে অংশ নেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট আল আমিন,টিএসআই আজাদ মিয়াসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের এ লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।