২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় সর্বোচ্চ ১৪ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারা দেশের ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ঘোষণার ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার মধ্যে কুলাউড়া উপজেলায় সর্বোচ্চ নয়টি বিদ্যালয় ও পাঁচটি মাদ্রাসাসহ মোট ১৪টি প্রতিষ্টান এমপিওভুক্ত হয়েছে।
কুলাউড়ার এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা পর্যায়ে বরমচাল হযরত খন্দকার (রহ.) দাখিল মাদ্রাসা, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, রবিরবাজার দারুস সুন্নাহ আলীম মাদ্রাসা, ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসা ও মনসুর মোহাম্মদীয় সিনিয়র ফাযিল মাদ্রাসা এবং বিদ্যালয় পর্যায়ে শাহজালাল উচ্চ বিদ্যালয়, সিংগুর উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়, লংলা উচ্চ বিদ্যালয়, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়, লংলা পাল্লাকান্দি উচ্চ বিদ্যালয় এবং ভূকশিমইল স্কুল এন্ড কলেজ।
এ দিকে কুলাউড়ায় সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী নওফেল, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন।

908 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন