২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় যানজট নিরসনে ইউএনওর অভিযান

আপডেট: অক্টোবর ২৩, ২০১৯

Pic Uno Ovizan
ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া পৌর শহরে যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক ও  ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী। বুধবার(২৩অক্টোবর) দুপুরে যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দুটি সিএনজি জব্দ করা হয় ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের ভেতর অবৈধভাবে বসানো স্থাপনা উচ্ছেদ ও বিএসটি আই এর প্রতিনিধি নিয়ে ওজন মেশিনের সঠিকতা পরিমাপ করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশগ্রহণ করে।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, শহরের যানজট নিরসনে সবার সম্মিলিত সহযোগিতায় এখন থেকে কাজ করা হবে। যানজট নিরসনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

1234 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন