৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের উদ্বোধন

আপডেট: অক্টোবর ২, ২০১৯

Pic Patagar Copy
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া ‘আহমদ.জে.সোহান ফাউন্ডেশনের’ সহযোগিতায় মঙ্গলবার ‘লেক্সিস বইপড়া উৎসব এর “বই বিতরণী ও “আদর্শ পাঠাগার” এর উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া “লেক্সিস ইংলিশ স্পোকেন একাডেমীতে বই বিতরণী ও আদর্শ পাঠাগার এর উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও শায়েস্তাগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ (অবঃ) মোঃ আব্দুর রকিব।
কুলাউড়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও “লেক্সিস ইংলিশ স্পোকেন একাডেমী” ও “আদর্শ পাঠাগারের” প্রতিষ্ঠাতা প্রভাষক মোঃ খালিক উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা ও সাহিত্যনুরাগী এম.আর ইন্টারন্যাশনাল একাডেমীর অধ্যক্ষ রীনা চৌধুরী, কুলাউড়া সরকারী কলেজের সিনিয়র প্রভাষক মোঃ সিপার আহমদ, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ইউনুস হাসান,প্রভাষক আফাজুর রহমান চৌধুরী,ভূকশিমইল কলেজের প্রভাষক মোঃ জসীম উদ্দিন,ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল বাছিত,বিশিষ্ট সাংবাদিক সুমন আহমদ,বিশিষ্ট সাহিত্যানুরাগী সৈয়দ জামিল আহমদ নাহিদ প্রমুখ। পরে কুলাউড়ার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী পাঠকদের হাতে আনুষ্ঠানিকভাবে বই বিতরন করা হয়।

984 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন