২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুইয়ার পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে ‘কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নুতন মাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন বর্তমান সরকার কন্যা শিশুর পরিপুর্ন বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। কন্যা শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলে জাতি এগিয়ে যাবে উল্লেখ করে তিনি কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সৃষ্টির মাধ্যমে আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,এমওএমসিএইচ ডাঃ সুলতান আহমদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন,ওয়াফ নির্বাহী পরিচালক আব্দুল মালিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী শারমিন খান ও আফসানা ফেরদৌসি।

639 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন