প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯
ডেক্স রিপোর্টঃ ঃ কুলাউড়া উপজেলার সরকারী বৃন্দারাণী দীঘি থেকে লক্ষাধিক টাকার মাছ জব্দের ঘটনায় দু’মেম্বারসহ ৮জনের বিরুদ্ধে উপজেলা রাজস্ব প্রশাসন বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ইউনিয়ন ভুমি অফিসের অধীন সরকারী খাস বৃন্দারাণী দীঘি থেকে গত শুক্রবার রাতে আকদ্দছ আলী গংরা মাছ চুরি করে নিয়ে যাওয়ার জন্য মাছ আহরন করে একত্রিতকরাকালে সীমান্তবর্তী আলীনগর বিজিবি’র টহল বাহিনী তাদের ধাওয়া করলে তারা মাছ ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি কমান্ডার মোঃ আলমগীর ভুইয়া জনগনের সহায়তায় জালসহ ৮৭০ কেজি পরিমান মাছ জব্দ করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ,ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান,ইউনিয়ন ভুমি কর্মকর্তা মুজিবুর রহমান,সার্ভেয়ার ফিরোজ আলম,ক্যাম্প কমান্ডার আলমগীরসহ কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে জব্দকৃত মাছ ১ লক্ষ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করেন। এ ব্যাপারে পরদিন শনিবার রবিরবাজার ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তাকিন বাদী হয়ে কুলাউড়া থানায় পৃথিমপাশা ইউনিয়নের দু’মেম্বার কিবরিয়া হোসেন খোকন ও সোহেল আহমদ চৌধুরীসহ আকদ্দছ আলী,মোবারক আলী,উসমান আলী,জুয়েল মিয়া,কামাল আহমদ ও জুনাব আলীসহ ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান মামলার আসামীদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত রয়েছে।