৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ার এক্টিভিটিস ফোরাম’র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯

70831198 676595376156054 2247102863220146176 N
ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরাম এর মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। ভূকশিমইল ইউনিয়নের ২০ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম,৮ম ও ১০ম শ্রেণীর দু’শতাধিক শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরামের উপদেষ্টা ও ভূকশিমইল আলীম মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোঃ কামরুল ইসলাম।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির,ভূকশিমইল আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এএইচ এম বজলুল হক,ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফিজুল ইসলাম,সহকারী শিক্ষক মাওলানা মতিউর রহমান,ভূকশিমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দীন,পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের পরিচালক জসীম উদ্দীন সিদ্দিকী,কুলাউড়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ। পরীক্ষকের দায়িত্ব পালন করেন ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি মোঃ অলিউর রহমান ইমাদ,সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শুকুর,মোঃ সাইফুল ইসলাম,নাজিবুর রহমান,আঃ শুকুর,আবেদুল ইসলাম,শামসুল ইসলাম,তাজউদ্দীন,জুবায়ের আহমদ,শাহজাহান আহমদ,জামিল আহমদ।

602 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন