আপডেট: আগস্ট ১০, ২০১৯
অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলায় গত জুলাই মাসে ভারী বর্ষনে মনু নদীর প্রতিরক্ষা বাধে সৃষ্ট ভাঙ্গন মেরামত কাজ পরিদর্শন করেছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি। শনিবার বিকেলে হাজিপুর ইউনিয়নের কাউকাপন বাজারের প্রায় ৬ শত ফুট ও কঠারকোনা বাজারের হাসিমপুরের ১ শত ৫০ ফুট ভাঙ্গন মেরামত কাজ পরিদর্শনকালে এমপি উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশ দেন। এ সময় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী ১ মাসের মধ্যে কাজ সম্পন্নের আশ^াস প্রদান করেন। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খোরশেদ আলম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ সরওয়ার আলম চৌধুরী ও আব্দুল কাদের,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু,হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু,সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী,টিলাগাও চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান,মনু নদীর প্রতিরক্ষা বাধে বল্লি ও বালির বস্তা ফেলে ভাঙ্গন মেরামতের কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। তিনি ১ মাসের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।