২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ নুরুল হক এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, এনজিও সংস্থা সূচনা’র নিউট্রেশন অফিসার মোঃ সাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল।
বক্তারা শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করার আহ্বান জানিয়ে বলেন মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধ পান শিশুদের সুস্থ্য জীবনের সহায়ক। তাই শিশুর জন্মের পর থেকে মায়ের দুধ পান করাতে মাতা-পিতাসহ পরিবারের সকল সদস্যকে উৎসাহিত করতে হবে। সরকারের পাশাপাশি এনজিও সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তৃনমূল পর্যায়ে মাতৃদুগ্ধ ব্যবহার করতে জনসচেতনতা বৃদ্ধি করার আহবান জানান। অনুষ্টানে স্যানেটারী ইন্সেসপেক্টর জসিম উদ্দিন আহমদ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান সেলিমসহ স্বাস্থ্য ও এনজিও সংগঠনের মাঠ কর্মিরা উপস্থিত ছিলেন। সভার পুর্বে হাসপাতাল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে র‌্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

823 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন