২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় রেলপথ পরিদর্শনে পুর্বাঞ্চলীয় জিএম

প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া রেলওয়ে জংশনের রেলপথ পরিদর্শন করেছেন রেলওয়ের (পুর্বাঞ্চলীয়) জিএম মো. নাসির উদ্দিন। গত সোমবার তিনি ঢাকা থেকে কুলাউড়া পৌছে বিকেল ৪টার দিকে কুলাউড়া স্টেশন সংলগ্ন গত ১৯ ও ২০ জুলাই জয়ন্তিকা ও কালনী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাস্থল ও বরমচাল রেল সেতুতে উপবন ট্রেনের দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
পরির্শনকালে তিনি বলেন, আমি রেলওয়ে পূর্বাঞ্চলীয় নতুন দায়িত্ব পাওয়ার পর সিলেট-আখাউড়ার রেলপথ পরিদর্শনে এসেছি। যেসব স্থানের রেলপথ ও সেতুতে ত্রুটি রয়েছে সেগুলো দ্রুত মেরামত করা হবে। তিনি আরো বলেন, সিলেট-আখাউড়া রেলপথ নতুন করে ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্প ইতিমধ্যে পাস করা হয়েছে। এছাড়া তিনি আগামী ছয় মাসের মধ্যে এ রুটের সবকটি আন্ত:নগর ট্রেনে বিদেশ থেকে আমদানীকৃত নতুন বগি সংযোজন করা হবে বলে আশ্বস্ত করেন। পরিদর্শনকালে তাঁর সাথে রেলওয়ে পুর্বাঞ্চলীয় চিফ ইঞ্জিনিয়ার মো. সুব্রত গীনিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

555 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন