২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ঘন ঘন ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ২২, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ সিলেট রেলপথের কুলাউড়ায় ঘন ঘন রেল দুর্ঘটনার কারন উদঘাটন,দায়ীদের শাস্তি নিশ্চিতকরন এবং আখাউড়া-সিলেট রেল লাইন দ্রুত সংস্কারের দাবীতে সোমবার কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির উদ্দোগে সকাল ১১ টায় কুলাউড়া রেল ষ্টেশন সম্মুখে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই’র পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সভাপতি মাও. আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম,সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী সমিতির ওয়ার্ড সম্পাদক এম. হাজীর আলী ও ওয়ার্ড সদস্য এইচ ডি রুবেল, সাবেক নেতা শামীম আহমদ। এছাড়া একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সদর ইউয়িনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমদ, সাংবাদিক এম মছব্বির আলী, শফিকুল ইসলাম শামীম, ছাতপীর (রঃ) স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ইউনাইটেড রয়েস ক্লাবের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, স্যোসাল কেয়ার অব নেশনের আশিকুল ইসলাম বাবু, প্রথম আলো বন্ধু সভার সোহেল আহমদ, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, কাতার ওয়েলফেয়ারের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, ব্যবসায়ী শেলুর রহমান, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. মুর্শেদ আহমদ ও সম্পাদক সামছু উদ্দিন বাবু প্রমুখ।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ট্রেন দুর্ঘটনা রোধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহনসহ আখাউড়া-সিলেট সেকশনে নতুন করে ডাবল রেল লাইন নির্মাণ, টিকেট কালোবাজারী রোধ, স্টেশনে জেনারেটরের ব্যবস্থা ও উন্নত যাত্রীসেবা প্রদানের দাবী জানান।
উল্লেখ্য গত এক মাসের মধ্যে ২২ জুন দিবাগত রাতে আন্ত:নগর উপবন এক্সপ্রেস কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের নিকটবর্তী বড়ছড়া ব্রিজে দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু এবং শতাধিক যাত্রী আহত হন। এছাড়া গত ৭ জুলাই সন্ধ্যায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সাথে কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি গরুর সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের সম্মুখের ভ্যাকুয়াম পাইপ ফেটে মনু স্টেশন এলাকায় ট্রেনটি আটকা পড়ে ১ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনটির যাত্রীরা ভোগান্তির শিকার হন। ১৯ জুলাই দুপুর ১২টায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ১টি বগী কুলাউড়া জংশন স্টেশনের আউটার সিগ্যানালের কাছে লাইনচ্যুত হয়। ২৪ ঘন্টা যেতে না যেতে ২০ জুলাই সকালে আবারো কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগ্যানালের কাছে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ১টি বগীর চাকা লাইনচ্যুত হলে সিলেটের সাথে সাময়িকভাবে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে সিলেট রেলপথের কুলাউড়ায় ঘন ঘন রেল দুর্ঘটনার কারনে রেলপথে নিরাপদ ট্রেন ভ্রমন সাম্প্রতিককালে ঝুকিপুর্ন হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।

834 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন