আপডেট: জুলাই ১৩, ২০১৯
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর মাতা গতকাল শুক্রবার সকাল ১১:৩০মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ পুত্র ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরে ঐদিন বাদ আসর নিজ গ্রাম রফিনগরে হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর মাতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি প্রদান করেছেন মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।