৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ অফিসার সস্ত্রীক বাংলাদেশে

আপডেট: জুলাই ৭, ২০১৯

Indian Army 20190706230142
ফেইসবুক শেয়ার করুন

ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ অফিসার সস্ত্রীক সাত দিনের শুভেচ্ছা সফরে আজ শনিবার বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি বিমানে এই নব দম্পতিদের কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও দেশের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার সস্ত্রীক শুভেচ্ছা সফরে ভারত গমন করেছিলেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর তরুণ অফিসাররা সস্ত্রীক বাংলাদেশ সফর করছেন। এই ধরনের সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরও বেগবান হবে।

509 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন