
তীর্থের কাক
শেখ মো: নজরুর ইসলাম (জালালী)
ভোটের সময় আসেন ঘরে
নেতা কত জন,
মিসিল-মিঠিং এর চেচানিতে
মাথা ভন ভন।
এক প্রার্থির দশণ সেরে
আরেক প্রর্থি খাড়া
নীতি কথার ঝড়-তুফানে
ঘুম বিশ্রাম তাড়া।
ভোটের পরে কয়না কথা
কেমন কেমন ভাব,
প্রজেক্ট নিয়ে বেস্ত থেকে
গুনে শুধু লাব।
(লিখেছেন – শেখ মো: নজরুর ইসলাম জালালী ।
কবি-গিতীকার-দার্শনিক, ভাটগাঁউ ,কুলাউড়া )