
স্টাফ রিপোর্টার :: বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান। সেই সাথে দেশ ও প্রবাসে অবস্থানরত কুলাউড়াবাসীকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরো বলেন, কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। তাই দর্মের অপব্যাখ্যা করে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সহাজ থাকতে হবে।আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যোগ হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
Follow @kulaurasongbad